Home আইন আদালত রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৩ জন গ্রেফতার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৩৩ জন গ্রেফতার

SHARE

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এসময় তাদের হেফাজত থেকে ৭৪৯৬ পিস ইয়াবা, ২৪ কেজি গাঁজা, ২৬.১ গ্রাম ২৫ পুরিয়া হেরোইন, ২৬০ বোতল ফেন্সিডিল ও ০৩ বোতল দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হযেছে।
ডিএমপি জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে।