Home আন্তর্জাতিক ইসরায়েলি হামলায় গাজায় ঐতিহাসিক মসজিদ ধ্বংস

ইসরায়েলি হামলায় গাজায় ঐতিহাসিক মসজিদ ধ্বংস

SHARE

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার উত্তরাঞ্চলে ঐতিহাসিক এক মসজিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় আল ওমারি মসজিদ ধ্বংস হয়েছে।
এর আগে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৩০৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত ১৩ দিনের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে তিন হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নারী রয়েছেন এক হাজার ৪৪৪ জন, শিশু এক হাজার ৫২৪ জন। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ ছাড়িয়েছে। আহত হয়েছে তিন হাজারের বেশি। টানা ১৪ দিন ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। সহসাই এটি থামছে না বলে আশঙ্কা বিশ্লেষকদের।
খবর আল-জাজিরা