পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) জামিন দিয়েছে দেশটির উচ্চ আদালত। প্রায় চার বছর যুক্তরাজ্যে স্বনির্বাসনে থাকার পর আগামীকাল শনিবার (২১ অক্টোবর) পাকিস্তানের লাহোরে ফেরার কথা রয়েছে তার। গতকাল নওয়াজ শরিফকে এই জামিন দেওয়া হয় বলে জানিয়েছেন তার আইনজীবী আমজাদ পারভেজ। আগামী বছরের অক্টোবর পর্যন্ত তার এই জামিনের মেয়াদ রয়েছে।
আইনজীবী পারভেজ বলেন, আগামীকাল নওয়াজ শরিফ তার শহর লাহোরে ফিরবেন।
হাইকোর্ট থেকে জামিনাদেশ পাওয়ার থাকায় এ সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা যাবে না। তার অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ পিটিআইপ্রধান ইমরান খান এখন জেলে রয়েছেন। খবর এনডিটিভি।
আগামী বছরের জানুয়ারিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেশটিতে পরবর্তী জাতীয় নির্বাচন হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, নির্বাচন উপলক্ষে নিজ দল পাকিস্তান মুসলিম লিগ, নওয়াজকে (পিএমএল-এন) নেতৃত্ব দিতে দেশে ফিরছেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী। তার ছোট ভাই শেহবাজ শরীফ বর্তমান তত্ত্বাবধায়কের আগে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।