বলিউড তারকারা যেখানেই যান সেখানেই ভিড় করেন পাপারাজ্জিরা। কেননা তারকাদের ফ্রেমবন্দি করাটাই কাজ তাদের। এবার সেই কাজ করতে গিয়ে রণবীর কাপুরের হাতে বন্দি হলেন এক ফটোসাংবাদিক। তাকে টেনেহিঁচড়ে নিয়ে গেলেন এই তারকা।
সম্প্রতি মুক্তিপ্রতিক্ষীত ‘অ্যানিমেল’ ছবির প্রচারণায় টি-সিরিজের অফিসে এসেছিলেন রণবীর। গাড়ি থেকে নামতেই তাকে ঘিরে ধরে পাপারাজ্জিরা। একের পর এক ক্লিক ক্লিক শব্দ শুরু হয় ক্যামেরায়।
প্রথম দিকে শান্তই ছিলেন ছোট কাপুর। হঠাৎ পরিবর্তন আসে তার আচরণে। প্যাপসদের একজনকে রীতিমতো টেনেহিঁচড়ে লিফটের মধ্যে ঢুকিয়ে দেন। এ সময় তাকে বলতে শোনা যায়, ‘একে নিয়ে যাচ্ছি আমি। কী রে ভাই? কী করছিলি তুই?’ তবে ওই ব্যক্তি রণবীরের ওপর ক্ষুব্ধ হননি। বরং তাকে হাসতে দেখা যায়।
তবে নেটিজেনদের একটি অংশ রণবীরের এই ব্যবহারের বিরোধিতা করেছেন। তাদের বক্তব্য, ‘ছবি তুলতে ইচ্ছুক না বলে এমন আচরণ করতে পারেন না রণবীর। একজনকে ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে লিফটে ওঠা মোটেও ঠিক হয়নি তার। ওই ব্যক্তির ব্যথা লাগতে পারত। কোনও খারাপ ঘটনাও ঘটতে পারত। রণবীরের উদ্দেশ্য সঠিক হলেও যেভাবে তিনি প্রতিবাদ করেছেন, তা মোটেও সুন্দর নয়।’
ডিসেম্বরের ১ তারিখ মুক্তি পাবে ‘অ্যানিমেল’। এতে রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন রাশমিকা মান্দানা।