Home খেলা টস জিতে ফিল্ডিংয়ে ভারত

টস জিতে ফিল্ডিংয়ে ভারত

SHARE

বিশ্বকাপের ২১তম ম্যাচে মুখোমুখি আসরে এখন পর্যন্ত অপরাজিত দুই দল স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ড। নিজেদের পঞ্চম ম্যাচে কিউইদের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে টিম ইন্ডিয়া। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।
একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে ভারত। বাংলাদেশ ম্যাচে চোট পাওয়া হার্দিক পান্ডিয়ার জায়গায় সুযোগ পেয়েছেন সূর্যকুমার যাদব। এ ছাড়া পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরের জায়গায় বিশ্বকাপ একাদশে প্রথমবার জায়গা পেলেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামি।
এদিকে ভারতের বিপক্ষে আজকের ম্যাচে নিউজিল্যান্ড একাদশে নেই কোনো পরিবর্তন। আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া দল নিয়েই আজ স্বাগতিকদের মোকাবেলা করবে কিউইরা।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ।
নিউজিল্যান্ড একাদশ
টম ল্যাথাম (অধিনায়ক), ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।