Home খেলা রিয়াল মাদ্রিদকে রুখে দিল সেভিয়া

রিয়াল মাদ্রিদকে রুখে দিল সেভিয়া

SHARE

আগের মৌসুমে লা লিগার কয়েকটি ম্যাচে বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। যা নিয়ে তোলপাড় ছিল স্প্যানিশ ফুটবলাঙ্গন। এবার আরও একবার সে পরিস্থিতির মুখোমুখি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে তাৎক্ষণিক সেই দর্শককে মাঠ থেকে বের করে দেয় সেভিয়া কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে জমজমাট লড়াই শেষে ক্লাবটি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকেও রুখে দিয়েছে। রিয়াল-সেভিয়া ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের সমতায়।
শনিবার (২১ অক্টোবর) রাতে সেভিয়ার মাঠে লা লিগার ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেভিয়ার হয়ে আত্মঘাতি গোল এনে দেন রিয়াল ডিফেন্ডার ডেভিড আলাবা। পরে দানি কারভাহাল সফরকারীদের সমতায় ফেরান। ম্যাচের দুটি গোলই দ্বিতীয়ার্ধে হয়েছে।
এদিন ম্যাচের শুরুতে প্রায় এগিয়েই গিয়েছিল বার্নাব্যু শিবির। তবে দুরূহ কোণ থেকে নেওয়া ফেদে ভালভারদের শটটি ভিএআরের সাহায্যে অফসাইডে কাঁটা পড়ে। ২২তম মিনিটে ইভান রাকিতিচের গোলে এগিয়ে যেতে পারত সেভিয়াও। গোলরক্ষক ব্যর্থ হলেও কারভাহালের হেডে বলটি ফেরত আসে। পরপরই আরেকটি শট নেন লুকাস ওকাম্পোস, সেটি ঝাঁপিয়ে ফেরান রিয়াল কিপার কেপা আরিসাবালাগা।
এরপর সহজ সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হন ভিনিসিয়ুস। মাঝমাঠের কাছাকাছি থেকে বল নিয়ে এগিয়ে বক্সের সামনে গিয়ে নিয়ন্ত্রণ হারান তিনি। ৩৪তম মিনিটে সেভিয়াকে বাঁচান রিয়ালের সাবেক অধিনায়ক সার্জিও রামোস। বাঁ-দিক থেকে টনি ক্রুসের নিচু ফ্রি-কিক বক্সে আলাবার পা ছুঁয়ে জালের দিকে যাচ্ছিল, স্লাইডে রামোস দলকে বিপদমুক্ত করেন। এরপর জুড বেলিংহ্যামকে ধাক্কা দিয়ে রামোস ফেলে দিলে দুই দল হাতাহাতিতে জড়ায়। সাবেক দুই সতীর্থ অ্যান্টোনিও রুডিগার-রামোস মুখোমুখি লড়াইয়ে গেলে অন্য খেলোয়াড়রা শান্ত করেন দুজনকে।
দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ আসছিল রদ্রিগোর কাছ থেকে। কিন্ত কাছ থেকে নেওয়া তার শট ফিরিয়ে দেন সেভিয়া গোলরক্ষক। ম্যাচের ডেডলক ভাঙা গোলটি আসে আলাবার আত্মঘাতী গোলে। সেভিয়ার হয়ে আর্জেন্টাইন মার্কোস আকুনা ক্রস বিপদমুক্ত করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার বলটি নিজেদের জালে পাঠিয়ে দেন।
অবশ্য সেই লিড বেশিক্ষণ টিকেনি। চার মিনিট পরই রিয়ালকে সমতা ফেরান কারভাহাল। ডান দিক থেকে ক্রুসের ফ্রি-কিকে হেডে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ডিফেন্ডার। এরপর রামোসের শটে প্রায়ই এগিয়ে যাচ্ছিল সেভিয়াও। কিন্তু তার শট দারুণভাবে রুখে দেন আরিসাবালাগা। শেষদিকে একটি কর্নারকে কেন্দ্র করে সেভিয়ার গোলরক্ষক ও ভিনিসিয়ুসের মধ্যে ঝামেলা বাধে। সেই ঝামেলা মিটলেও পয়েন্ট খুইয়ে মাঠ ছেড়েছে কার্লো আনচেলত্তির দল।
টানা তিন জয়ের পর এবার পয়েন্ট খোয়াল রিয়াল। তবে ১০ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে তারা শীর্ষেই অবস্থান করছে। সেভিয়ার অবস্থান ১৩ নম্বরে। ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে জিরোনা দুইয়ে, ২১ পয়েন্ট নিয়ে বার্সেলোনা তিনে আছে।