Home খেলা রোনালদোর দুর্দান্ত ফ্রি-কিকে আল নাসরের জয়

রোনালদোর দুর্দান্ত ফ্রি-কিকে আল নাসরের জয়

SHARE

সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর চমক চলছেই। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে জাতীয় দলের হয়ে দুর্দান্ত খেলার পর ক্লাব ফুটবলেও পর্তুগিজ তারকার যাদু অব্যাহত রয়েছে। দামাকের বিপক্ষে পিছিয়ে পড়ার পর তার দুর্দান্ত ফ্রি-কিকে আল নাসর জয় নিয়ে মাঠ ছেড়েছে। ২-১ গোলে জয় পেয়েছে নাসর।
রোনালদো অসাধারণ এক ফ্রি-কিকে গোল করেছেন। প্রায় ২৫ গজ দূর থেকে ফ্রি -কক থেকে গোলটি করেন তিনি। ম্যাচের ৫৬ মিনিটে তার নেওয়া ফ্রি-কিকটি রুখতে পাঁচজন মানব দেয়াল তৈরি করেছিলেন। কিন্তু সে দেয়ালকে ফাঁকি দিয়ে রোনালদোর শট জালে আশ্রয় নেয়। গোলরক্ষক কিছুই বুঝতে পারেননি। অসহায়ের মতো দাঁড়িয়ে শুধু দেখেছেন।
রোনালদোর ফ্রি-কিকের চার মিনিট আগে আরো এক ফ্রি-কিক থেকে আল নাসর সমতা ফেরায়। এ ফ্রি-কিকেও রোনালদো দামাকের গোলরক্ষককে বোকা বানান। কিকটি নেওয়ার জন্য রোনালদো যেমন প্রস্তুতি নিয়েছিলেন তেমনি টালিস্কাকে প্রস্তুতি নিতে বলেন। শেষ পর্যন্ত রোনালদো কিক নেননি, কিক নেন টালিস্কা। ফলে সে সময়ও দামাকের গোলরক্ষক বোকা বনে যান।