Home আন্তর্জাতিক দালাই লামার সঙ্গে দেখা করেছে নিউজিল্যান্ড দল

দালাই লামার সঙ্গে দেখা করেছে নিউজিল্যান্ড দল

SHARE

তিব্বতের আধ্যাতিক গুরু দালাই লামার সাথে ধর্মশালায় ম্যাকলিওড গঞ্জে তার বাসভবনে দেখা করেছে বিশ^কাপে খেলতে আসা নিউজিল্যান্ড ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ধর্মশালায় রোববারের ম্যাচে পরাজিত হবার পর নিউজল্যান্ডের পরবর্তী ম্যাচ আগামী ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই একই মাঠে।
কিউই দলের অধিনায়ক টম লাথামের নেতৃত্বে নিউজিল্যান্ড দল দালাই লামার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দালাই লামা কিউই খেলোয়াড়দের সঙ্গে বেশ কিছুক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন।
দালাই লামার সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিউজিল্যান্ড ক্রিকেট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। এ সময় সব খেলোয়াড়কে বেশ হাস্যোজ্জ¦ল দেখা গেছে। কিছু খেলোয়াড়ের সঙ্গে তাদের পরিবারের সদস্যরাও ছিলেন।