Home বিনোদন মা হওয়ার ইঙ্গিত দিলেন আনুশকা শর্মা

মা হওয়ার ইঙ্গিত দিলেন আনুশকা শর্মা

SHARE

কয়েক দিন আগে গুঞ্জন ওঠে ফের সন্তানের মা হতে চলেছেন আনুশকা শর্মা। বিষয়টি নিয়ে সেসময় চুপ থাকলেও নিজেই দিলেন মা হওয়ার ইঙ্গিত। সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন স্ফীতোদরের ছবি।
বৃহস্পতিবার সমাজমাধ্যমের পাতায় একটি ছবি পোস্ট করেন আনুশকা। সে ছবিতে স্পষ্ট অভিনেত্রীর স্ফীতোদর। যদিও সেই ছবিতে রয়েছে অভিনেত্রীর বুদ্ধিমত্তার ছাপ। প্রথম সন্তান ভামিকার জন্মের আগের স্ফীতোদরের ছবি সমাজমাধ্যমের পাতায় শেয়ার করেছেন তিনি।
নিজের প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার সময়ের স্মৃতি আরও এক বার ঝালিয়ে নিচ্ছেন তিনি। একটি মোবাইল সংস্থার তরফে ওই ক্যাম্পেন করেছেন অভিনেত্রী। ছবির মাধ্যমে স্মৃতিকে ধরে রাখতে চান, এই মর্মেই আবেগপ্রবণ পোস্ট আনুশকার।

তবে নেটাগরিকদের অনুমান, এ পোস্টের মাধ্যমে দ্বিতীয় বার সন্তানসম্ভবা হওয়ার খবর প্রকাশ করতে চলেছেন অভিনেত্রী। অনুরাগীদের মতে, দ্বিতীয়বার সন্তানের জন্ম দেওয়ার আগে প্রথমবারের স্মৃতি আঁকড়ে ধরছেন আনুশকা।
২০১৭ সালে গাঁটছড়া বাঁধেন আনুশকা-বিরাট। ইতালির মিলানে বেশ ধুমধাম করে হয়েছিল সে বিয়ে। ২০২১ সালে প্রথম সন্তানের জন্ম দেন আনুশকা। তার দুই বছর যেতেই নতুন অতিথি আসছে বিরুস্কার ঘরে।