Home আন্তর্জাতিক ইসরায়েলের আরও এক ড্রোন ধ্বংসের দাবি হিজবুল্লাহর

ইসরায়েলের আরও এক ড্রোন ধ্বংসের দাবি হিজবুল্লাহর

SHARE

লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ সম্প্রতি ইসরায়েলের আরেকটি ড্রোন মিসাইল নিক্ষেপ করে ধ্বংস করার দাবি করেছে।
হিজবুল্লাহ জানিয়েছে, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ব্যবহার করে দক্ষিণ লেবাননে ঢুকে পড়া ইসরায়েলি ড্রোনটি ধ্বংস করা হয়েছে। এর মধ্য দিয়ে চলতি সপ্তাহে দুটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করলো হিজবুল্লাহ। তবে এ নিয়ে ইসরায়েলের কোনো মন্তব্য জানা যায়নি।
এদিকে, গত ৭ অক্টোবর যখন ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে, তখন থেকেই উত্তেজনা বাড়ছিল। ক্রমেই হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সেই উত্তেজনা আরও বাড়ছে।