Home আন্তর্জাতিক ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো তুরস্ক

SHARE

গাজায় আগ্রাসনের জেরে এবার, ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিলো তুরস্ক। তেল আবিব অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানায় তুর্কি প্রশাসন। শনিবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে যোগাযোগ বন্ধের ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এক বিবৃতিতে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গাজায় বেসামরিকদের ওপর ইসরায়েলের অবিরাম হামলায় তীব্র মানবিক সংকটের জেরে নেয়া হয়েছে এ ধরণের পদক্ষেপ।
এর আগে, ২০১৮ সালেও ফিলিস্তিনিদের হত্যার দায়ে তেল আবিব থেকে কূটনীতিক সরিয়ে নিয়েছিলো তুরস্ক। চার বছর পর ২০২২ সালে নিযুক্ত করা হয় সাকির ওজকানকে। শনিবার ফিরিয়ে নেয়া হয় তাকে।
গত মাসে নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে তুরস্ক থেকে সরিয়ে নেয়া হয় ইসরায়েলি কূটনীতিকদের। পরবর্তীতে তেল আবিব জানায়, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্য ডাকা হয়েছে তাদের।