Home খেলা ম্যানইউ’র স্বস্তির জয়

ম্যানইউ’র স্বস্তির জয়

SHARE

লিগে আগের ম্যাচে ম্যানসিটির কাছে হারা ম্যানইউ পেয়েছে স্বস্তির জয়, ফিরেছে জয়ের ধারায়। পয়েন্ট ভাগাভাগি করার খুব কাছে গিয়েও পারেনি ফুলহ্যাম। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্রুনো ফার্নান্দেসের গোলে স্বপ্নভঙ্গ হয় তাদের। ১-০ গোলে জয়ে ফেরে ইউনাইটেড।
ফুলহ্যামের মাঠে আক্রমণাত্মক মেজাজে শুরু করে এরিক টেন হাগ শিষ্যরা। সাত মিনিটে অফসাইডে বাতিল হয়ে হ্যারি ম্যাগুয়েরের গোল। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে ফুলহ্যাম। তবে গোলরক্ষক আন্দ্রে ওনানার দৃঢ়তায় সুরক্ষিত থাকে ম্যানইউ’র জাল।
ম্যাচের শেষ দিকে ব্রুনো ফার্নান্দেসের গোলে স্বস্তির জয় পায় রেড ডেভিলসরা। আর তাতে ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে অবস্থান এরিক টেন হ্যাগের শিষ্যদের।