Home খেলা ৮ গোলের দুর্দান্ত জয় বায়ার্নের, কেইনের আরেকটি হ্যাটট্রিক

৮ গোলের দুর্দান্ত জয় বায়ার্নের, কেইনের আরেকটি হ্যাটট্রিক

SHARE

টটেনহ্যাম হটস্পার থেকে বায়ার্ন মিউনিখে গিয়ে দুর্দান্ত ছন্দে আছেন হ্যারি কেইন। একের পর এক গোল করে যাচ্ছেন ইংলিশ ফরোয়ার্ড। বুন্ডেসলিগায় ফেরা ডার্মস্টাডকে উড়িয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন তিনি।
বুন্ডেসলিগায় ঘরের মাঠে গতকাল একপেশে ম‍্যাচে ৮-০ গোলে জিতেছে বায়ার্ন। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে, ৩৮ মিনিটের মধ্যে।
কেইনের হ্যাটট্রিক ছাড়া দলটির হয়ে দুটি করে গোল করেন লেরয় সানে, জামাল মুসিয়ালা। একবার করে জালের দেখা পান টমাস মুলার ও জশুয়া কিমিচ।
গোল উৎসবের শুরু আর শেষ কেইনের হাত ধরে, মাঝে ৬৯তম মিনিটে তিনি একটি দর্শনীয় গোল করেন ৬০ গজ দূর থেকে! ডার্মস্টাডের গোলরক্ষককে কিছুটা এগিয়ে আসতে নিজেদের অর্ধ জোরালো শটে বল উড়িয়ে মারেন কেইন। গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল গিয়ে জালে জড়ায়।
৫২তম মিনিটে গোল করে ডেডলক খোলেন কেইন। ৮৮তম মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। এনিয়ে বুন্ডেসলিগায় দ্বিতীয় হ্যাটট্রিক করলেন তিনি।
এদিন দারুণ এক কীর্তিও গড়েন কেইন। লিগে প্রথম ৯ ম‍্যাচে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন তার। এখন অবধি ১২টি গোল করেছেন তিনি। বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম ৯ ম‍্যাচে ১০ গোলও নেই আর কারো!