Home আন্তর্জাতিক পাকিস্তানে ৪৮ ঘণ্টায় চার জঙ্গি হামলায় ১৭ সেনা নিহত

পাকিস্তানে ৪৮ ঘণ্টায় চার জঙ্গি হামলায় ১৭ সেনা নিহত

SHARE

পাকিস্তানে সর্বশেষ জঙ্গি হামলা হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায়। গত ৪৮ ঘণ্টায় মোট চারবার জঙ্গি হামলার ঘটনা ঘটেছে এই অঞ্চলে। গত তিন দিনে জঙ্গি হামলা হয়েছে বালুচিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং পাঞ্জাবে। এখন পর্যন্ত পাকিস্তান পুলিশের তথ্যানুযায়ী ১৭ জন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। পাঁচজন বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। সেনার হাতে অন্তত ১০ জন সন্ত্রাসীরও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
রোববার (৪নভেম্বর) রাতে ডেরা ইসমাইল খান অঞ্চলে শেষ হামলা হয়েছে। সেখানে গুল ইমাম পুলিশ স্টেশনে গ্রেনেড নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশও সঙ্গে সঙ্গে জবাব দেয় ঘটনায় এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। প্রায় দেড় ঘণ্টা লড়াই চলার পর জঙ্গিরা পালিয়ে যায় বলে পুলিশের বক্তব্য। তবে কোনো জঙ্গীর নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যায় রুরি পুলিশ পোস্টে একইরকমভাবে আক্রমণ চালায় জঙ্গিরা। সেখানেও এক কনস্টেবল আহত হয়েছেন।
তিন দিন ধরে কোন জঙ্গি গোষ্ঠী হামলা চালাচ্ছে সে বিষয়ে এখনো স্পষ্ট করে কোনো তথ্য দেয়নি স্থানীয় পুলিশ বা প্রশাসন। পুলিশের পক্ষ থেকে কেবল জানানো হয়েছে, পুলিশ ফোর্সের মনোবল ভাঙার জন্যই লাগাতার বিভিন্ন পুলিশ পোস্টে এই আক্রমণ চালানো হচ্ছে। কিন্তু পুলিশও পাল্টা জবাব দিচ্ছে।