Home আন্তর্জাতিক লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪

SHARE

ইসরায়েলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি লেবাননের হেজবুল্লাহর সঙ্গে সংঘাতের বিষয়টি তুলে ধরেন।
এর আগে এক প্রতিবেদনে বলা হয়, লেবানন জানিয়েছে, একটি গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলায় চার জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

হাগারি ওই অবস্থার কথা সরাসরি উল্লেখ না করলেও তিনি বলেন, ‘লেবাননের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী টার্গেট করে হামলা চালিয়েছে আইডিএফ। ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। ওই হামলায় এক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছিল।’
তিনি আরও বলেন, আইডিএফ সন্ত্রাসীদের অবকাঠামো এবং সন্ত্রাসী দল এবং তাদের যানবাহনকে লক্ষ্য করে আরও বেশ কয়েকটি হামলা চালিয়েছে