Home বিনোদন শিল্পা শেঠির দিওয়ালি পার্টিতে একসাথে বাদশাহ-ম্রুণাল

শিল্পা শেঠির দিওয়ালি পার্টিতে একসাথে বাদশাহ-ম্রুণাল

SHARE

অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও র‍্যাপার বাদশার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির দিওয়ালি পার্টিতে তাদের সেই ভিডিও ঘিরে তৈরি হয়েছে রহস্য। কেননা গভীর রাতে শিল্পার অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় তাদের একে অপরের হাত ধরে রাখতে দেখা গেছে।
এদিকে ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, বাদশার হাত ধরে পার্টি থেকে বের হচ্ছেন ম্রুণাল।
এছাড়া ম্রুণাল তার ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশা ও শিল্পার সঙ্গে পার্টির একটি ছবি শেয়ার করেছেন। এছাড়া তাদের ‘দুই প্রিয় মানুষ’ বলে উল্লেখ করেছেন। এছাড়াও বাদশাহ তার ইনস্টাগ্রামে এটি পুনরায় পোস্ট করেছেন।
এদিন জলপাই রঙের পোশাকে দেখা গেছে ম্রুণালকে। অপরদিকে বাদশা পরেছিলেন কালো রঙের ঐতিহ্যবাহী পোশাক।
এদিকে এ বছরের শুরুতেই গুঞ্জন চাওর হয়েছিল, বাদশা তার দীর্ঘদিনের বান্ধবী ইশা রিখীকে বিয়ে করছেন। শুধু তাই নয়, ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক খবরে বলেছিল, বাদশা-রিখি শিগগিরই উত্তর ভারতে গুরুদুয়ারা বিয়ে করবেন।
পাঞ্জাবি এ অভিনেত্রী ২০১৩ সালে জাট বয়েজ পুট জাট্টান দে ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে বরুণ ধাওয়ান অভিনীত নবাবজাদে ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। বাদশা-রিখি এক বছর ধরে ডেট করছেন বলে জানা গেছে। এর মধ্যে ম্রুণাল ঠাকুরের সঙ্গে ভিডিও রহস্য উসকে দিয়েছে।