Home খেলা নতুন অধিনায়কের নাম ঘোষণা করল পাকিস্তান

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল পাকিস্তান

SHARE

সেমিফাইনালের দৌড়ে অন্যতম ফেভারিট হিসেবেই বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে সূচনাটাও হয়েছিল দুর্দান্ত। কিন্তু এরপরই ছন্দপতন। ভারতের বিপক্ষে হার দিয়ে শুরু, এরপর টানা আরও তিন ম্যাচে হার। ফলে শেষ চারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসে ম্যান ইন গ্রিনদের। পরে ঘুরে দাড়ালেও অসম্ভব এক সমীকরণের মুখোমুখি হতে হয় সেমি নিশ্চিতে। তবে বাবর আজমের দল সেই সমীকরণের ধারেকাছেও তো যেতে পারেনি, উল্টো আসর শেষ করেছেন বড় এক হার দিয়েই। এরপরই জোড় গুঞ্জন উঠে অধিনায়কত্ব হারাতে যাচ্ছেন বাবর। অবশেষে তাই আজ সত্যি হল। পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করেছেন বাবর আজম।
পাকিস্তানের বিশ্বকাপ ব্যর্থতার জেরে সরে দাঁড়িয়েছেন বাবর। এমন সিদ্ধান্তের পর কে হতে যাচ্ছেন নতুন অধিনায়ক তা নিয়ে চলছিল ব্যাপক আলোচনা। তবে অবশেষে সেই আলোচনার সমাপ্তি টেনেছে পিসিবি।

টেস্ট ও টি-টোয়েন্টির জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাল বলের ক্রিকেটে পাকিস্তানের নয়া অধিনায়ক হয়েছেন শান মাসুদ। অপরদিকে টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন পেসার শাহিন শাহ আফ্রিদি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ এক বিবৃতিতে দুই ফরম্যাটের অধিনায়কের নাম ঘোষণা করেছে। তবে ওয়ানডেতে কে অধিনায়ক হতে যাচ্ছেন তা এখনো জানায় নি পিসিবি।