Home খেলা পিঠে অস্ত্রোপচার, হাসপাতাল থেকেই ছবি শেয়ার রশিদ খানের

পিঠে অস্ত্রোপচার, হাসপাতাল থেকেই ছবি শেয়ার রশিদ খানের

SHARE

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে আফগানিস্তান। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ডকে হারানোর পাশাপাশি তারা হারিয়েছে নেদারল্যান্ডস দলকেও। একটুর জন্য আফগানরা খেলতে পারেনি সেমিফাইনালে।

আফগানদের এই অনবদ্য পারফরম্যান্সে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তারকা লেগস্পিনার রশিদ খানের। পিঠের চোট নিয়েও দেশের জন্য বিশ্বকাপে লড়াই করেছেন তিনি। তবে বিশ্বকাপ শেষ হওয়ার পর আর দেরি করেননি। পিঠে অস্ত্রোপচার করিয়ে ফেলেছেন রশিদ খান। সফল অস্ত্রোপচারের পর এখন সুস্থ রয়েছেন তারকা স্পিনার।

হাসপাতালের বেড থেকেই নিজের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন রশিদ খান। হাসপাতালের ড্রেস পরে শুয়ে ডানহাত দিয়ে ‘থাম্বস আপ’ দিয়ে তিনি বুঝিয়ে দেন, তিনি সুস্থ রয়েছেন।

ক্যাপশনে লেখেন, ‘সবাইকে ধন্যবাদ আমাকে শুভকামনা জানানোর জন্য। অপারেশন ভালোভাবেই মিটেছে। এখন আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। মাঠে ফিরতে আমি মুখিয়ে রয়েছি।’

প্রসঙ্গত, পিঠের অস্ত্রোপচারের কারণে রশিদ খান অস্ট্রেলিয়ার আসন্ন বিগ ব্যাশ লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।