Home জাতীয় ১০ দিনে হজের জন্য নিবন্ধন ৬০৭

১০ দিনে হজের জন্য নিবন্ধন ৬০৭

SHARE

২০২৪ সালে হজ পালন করতে ১০ দিন ৬০৭ নিবন্ধন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২২৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৮৪ জন নিবন্ধন করছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

গত ১৫ নভেম্বর থেকে ২০২৪ সালে হজ নিবন্ধন শুরু হয়েছে। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

এবার হজ যাত্রীদের আসন সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন হজ পালন করতে পারবেন।

তথ্যমতে, গত বছর কয়েব দফাফ নিবন্ধনের সময় বাড়ানোর পরেও কোটা পূরণ হয়নি। তাই এবার সরকারিভাবে হজের খরচ ৮২ হাজার ৮১৮ টাকা কমিয়ে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বিশেষ হজ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

এ ছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সিগুলোর মাধ্যমে সাধারণ প্যাকেজে হজ পালনে খরচ হবে ৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিশেষ প্যাকেজের মাধ্যমে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৯৯ হাজার ৩০০ টাকা।