Home জাতীয় ৭ জানুয়ারি বিজয় নিশ্চিত করতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

৭ জানুয়ারি বিজয় নিশ্চিত করতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

SHARE

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে।’

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইউপি ভবন মাঠে যৌথ কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

এসময় মন্ত্রী বলেন, আওয়ামী লীগের শক্তি তৃণমূলের কর্মী ও সাধারণ মানুষ। আওয়ামী লীগের শেকড় অনেক বিস্তৃত ও মজবুত। নৌকার বিজয় নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেদের নিয়োজিত রাখতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক চেয়ারম্যান বীরমুক্তি যোদ্ধা লুৎফুর রহমান লেবু প্রমুখ।