Home বিনোদন ‘ডন ৩’-এ শাহরুখের পর প্রিয়াঙ্কাও থাকছেন না

‘ডন ৩’-এ শাহরুখের পর প্রিয়াঙ্কাও থাকছেন না

SHARE

‘ডন’ এবং ‘ডন ২’ সিনেমার পরে ‘ডন-৩’ সিনেমাতে ফেরার কথা ছিল শাহরুখ খানেরই। কিন্তু অজানা কারণে ‘ডন ৩’-এ থাকছেন না এই অভিনেতা।
শাহরুখের জায়গায় ‘ডন ৩’-এ দেখা যাবে রণবীর সিংকে। পরিচালক ফারহান আখতারের এই ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছিল। এবার আবার শোনা যাচ্ছে, ‘ডন ৩’-এ রোমার চরিত্রে দেখা যাবে না প্রিয়াঙ্কা চোপড়াকেও। অর্থাৎ শাহরুখ এবং প্রিয়াঙ্কা কেউ অভিনয় করবেন না ‘ডন ৩’-এ।
‘ডন ২’ সিনেমাটি করতে গিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখে সম্পর্কের রসায়ন অনেকটাই গড়িয়েছিল। এর জেরে প্রিয়াঙ্কা চোপড়ার বলিউডে কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে তিনি বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দেন। তারপরে খুব কম সিনেমাই বলিউডে করেছেন তিনি।
ওয়ান ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ‘ডন ২’-এ শাহরুখ ডনের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং রোমার ভূমিকায় অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু ‘ডন ৩’ সিনেমায় সবটাই বদলে যেতে বসেছে। ডন যেমন বদলে যাচ্ছে তেমন বদলে যাচ্ছে রোমা-ও। রোমা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সবিতা ধুলিপালাকে।