Home খেলা ‘মেসি-মেসি’ কটাক্ষের জবাবে যা করলেন রোনালদো

‘মেসি-মেসি’ কটাক্ষের জবাবে যা করলেন রোনালদো

SHARE

ক্যারিয়ারের উড়ন্ত ফর্মে থাকা অবস্থায় লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর লড়াইটা ছিল বেশ উপভোগ্য। কখনো এগিয়ে ছিলেন রোনালদো আবার কখনো মেসি। তবে পড়ন্ত বেলায় এসে দুইজন চলে গেছেন দুই মেরুতে। একজন খেলছেন এশিয়ার ফুটবলে, আরেকজন যুক্তরাষ্ট্রে।
তবে এরপরেও ভক্ত-সমর্থকদের মধ্যে দুইজনকে নিয়ে রেষারেষি এখনও রয়ে গিয়েছে আগের মতোই।
গতকাল সৌদি প্রো লিগে আল হিলালের মুখোমুখি হয়েছিল রোনালদোর আল নাসর। রিয়াদ ডার্বিতে আল হিলাল ৩-০ গোলে হারায় আল নাসরকে। বিরতিতে মাঠ ছাড়ার সময়ে রোনালদোকে শুনতে হয় ‘মেসি-মেসি’ ধ্বনি।
গ্যালারি থেকে রোনালদোকে উদ্দেশ্য করে এমন স্লোগান দেয় সমর্থকরা। কিন্তু এমন পরিস্থিতিতে নিজেকে দারুণভাবে নিয়ন্ত্রণ করেন রোনালদো।
যারা রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি-মেসি’ স্লোগান দিচ্ছিলেন, তাঁদের দিকে তাকিয়ে রোনালদোকে চুমু ছুড়তে দেখা যায়। সেই সময়ে পর্তুগিজ তারকার মুখে লেগেছিল হাসি।
ডার্বি ম্যাচে অবশ্য জ্বলে উঠতে পারেননি রোনালদো। তাতে তাঁর দল হেরেছে বড় ব্যবধানে। তবে এ মৌসুমে ১৪ ম্যাচে ১৫ গোল করে আছেন তালিকার সবার উপরে।