Home জাতীয় সাকিবের বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ টাকা

সাকিবের বার্ষিক আয় ৫ কোটি ৫৫ লাখ টাকা

SHARE

সাকিব আল হাসানের বার্ষিক গড় আয় সাড়ে ৫ কোটি বলে নির্বাচনী হলফনামায় দেখানো হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামায় সাকিব আল হাসান এই আয়-ব্যায়ের হিসাব দিয়েছেন বলে জানানো হয়েছে।
আজ সোমবার (৪ ডিসেম্বর) রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ সাংবাদিকদদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, হলফনামায় মাগুরা ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী সাকিব আল হাসান তার বার্ষিক গড় আয় দেখিয়েছেন ৫ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ২৬২ টাকা। জামানতের বিপরীতে ব্যাংক লোন দেখিয়েছেন ৩১ কোটি ৯৮ লাখ ৬১ হাজার ৩৮২ টাকা।
হলফনামায় সাকিব পেশায় নিজেকে একজন ক্রিকেটার শিক্ষাগত যোগ্যতা বিবিএ পাস উল্লেখ করেছেন।