Home জাতীয় তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে লাইনচ্যুত ট্রেন, রেল যোগাযোগ বন্ধ

তেজগাঁওয়ে ক্রেনের আঘাতে লাইনচ্যুত ট্রেন, রেল যোগাযোগ বন্ধ

SHARE

রাজধানীর তেজগাঁও এলাকায় ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৫টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত হয়।
এ ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ রেলওয়ে বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ আছে।