Home জাতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল প্রাইভেট কার

SHARE

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় একটি প্রাইভেট কার দুমড়ে-মুচড়ে গেছে। পেছন থেকে দেওয়া অন্য প্রাইভেট কারের ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ধাক্কায় প্রাইভেট কারটির পেছনের অংশ বিধ্বস্ত হয়েছে।
ভিডিওটিতে ভুক্তভোগীরা জানায়, উত্তরা থেকে গাড়িটিতে করে আসছিলেন তারা। মাঝপথে পেছন থেকে একটি প্রাইভেট কার সজোরে তাদের গাড়িটিকে ধাক্কা দিয়ে বনানীর দিকে পালিয়ে যায়। ফলে প্রাইভেট কারটি আটক করা সম্ভব হয়নি। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটিতে নারী শিশুসহ পাঁচজন থাকলেও তাদের কেউ হতাহত হয়নি।
জানতে চাইলে বনানী থানার ডিউটি অফিসার জানে আলম বলেন, ‘এমন দুর্ঘটনা ঘটেছে কি না এখন পর্যন্ত আমরা জানি না। খোঁজখবর নিয়ে জানাতে হবে।’