Home আন্তর্জাতিক ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলি আরও ৮ সেনা নিহত

ফিলিস্তিনিদের হামলায় ইসরায়েলি আরও ৮ সেনা নিহত

SHARE

ফিলিস্তিনিদের হামলায় আরও আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়টি নিশ্চিত করেছে।
আল-জাজিরা জানিয়েছে, নিহত ইসরায়েলি সেনাদের মধ্যে একজন ৩৫ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল, দু’জন ২৩ বছর বয়সী মেজর, একজন ১৯ বছর বয়সী সার্জেন্ট এবং একজন ২২ বছর বয়সী ক্যাপ্টেন রয়েছেন। তারা সবাই ইসরায়েলের পদাতিক বাহিনীর গোলানি ব্রিগেডের সদস্য। নিহত ইসরায়েলি সেনাদের সবাই উত্তর গাজার যুদ্ধে নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকার উত্তরের লড়াইয়ে ৬৯৯ স্পেশাল রেসকিউ ট্যাকটিকাল ইউনিটের সঙ্গে দুজন মেজর নিহত হয়েছেন। তাদের বয়স যথাক্রমে ২৬ ও ২০ বছর।
ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে ইসরায়েলি সেনাবাহিনীর এক ‘যুদ্ধ প্রকৌশলী’ মারা গেছেন। সার্জেন্ট পদবীর ওই সেনার বয়স ১৯ বছর।
মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে যে ইসরায়েল গাজা আক্রমণ করার পর থেকে মোট ১০৫ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ৬০০ জন। ইসরায়েলি সামরিক বাহিনীও এ বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এ মোট নিহতের সংখ্যায় সর্বশেষ আটটি মৃত্যুর খবর অন্তর্ভুক্ত কি না, তা জানা যায়নি।
খবর আল-জাজিরা