Home বিনোদন প্রথমবারের মতো জুটি বাঁধলেন হৃত্বিক-দীপিকা

প্রথমবারের মতো জুটি বাঁধলেন হৃত্বিক-দীপিকা

SHARE

বলিউডের ইতিহাসে প্রথমবারের মতো সিলভার স্ক্রিনে একইসঙ্গে দেখা যাবে বলিউড হার্টথ্রব হৃত্বিক রোশন এবং আলোচনার তুমুলে থাকা জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে।
সিদ্ধার্থ আনন্দ’র পরিচালিত অ্যাকশনধর্মী ‘ফাইটার’ সিনেমাতে প্রথমবারের মতো একইসঙ্গে অভিনয় করতে দেখা যাবে বলিউডে প্রায়শই চর্চার শিখরে থাকা এই অভিনেতা-অভিনেত্রীকে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘ফাইটার’ সিনেমাটির একটি ছবি শেয়ার করেন হৃত্বিক। ছবিতে বেশ খোলামেলা অবস্থায় দেখা যাচ্ছে দুজনকে।
নিজের পোস্টে হৃত্বিক জানান, ‘ফাইটার’ সিনেমার দ্বিতীয় গান ‘ইশক যেয়েসা কুছ’ মুক্তি পাচ্ছে আসন্ন শুক্রবার (২২ ডিসেম্বর)। হ্যাশট্যাগ করে মুভির রিলিজ ডেট ২৫ জানুয়ারি উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ‘ফাইটার’ সিনেমার অনেক শুটিং করা হয়েছে ভারতীয় নৌ-ঘাটিতে। বিভিন্ন ফাইটার জেটের ঝলকানি দেখা যাবে এ সিনেমায়। এর আগে ‘ব্যাং ব্যাং’ এবং ‘ওয়ার’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও হৃত্বিক রোশন।