Home আন্তর্জাতিক গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ৩৯০

গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ৩৯০

SHARE

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় আজ শুক্রবার পর্যন্ত টানা ৭৭ দিন ধরে যুদ্ধ চলছে। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫৩ হাজারের বশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, গত দুইদিনে ইসরায়েলি হামলায় ৩৯০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৭৩৪ জন। সেইসঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে।
এদিকে ব্যাপক আলোচনার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় মানবিক ত্রাণ পাঠানোর খসড়া প্রস্তাব নিয়ে ভোটের আহ্বান ফের পিছিয়েছে।
অন্যদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা লেবাননে হেজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, লেবাননে তারা হেজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে সিরিজ হামলা চালিয়েছে। এসবের মধ্যে সামরিক স্থাপনা, এবং সশস্ত্র বাহিনীটির অবকাঠামোও আছে।
লেবানন থেকে ইসরায়েল অভিমুখে ২৪টি রকেট ছোড়ার ঘটনার পরেই ইসরায়েলি বাহিনী এসব হামলা চালিয়েছে।