Home রাজনীতি নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারও নেই : হানিফ

নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারও নেই : হানিফ

SHARE

নির্বাচনের পর সরকারকে বেকায়দায় ফেলার ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ রোববার নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে হরিণারায়ণপুর এলাকায় গণসংযোগকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
হানিফ বলেন, যারা নির্বাচন আটকাতে পারছে না তারা নির্বাচনের পর সরকারকেও টলাতে পারবে না। এসব মোকাবেলা করার সক্ষমতা আওয়ামী লীগ সরকারের আছে।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদীসহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।