Home খেলা বিসিবিকে তামিমের অনুরোধ

বিসিবিকে তামিমের অনুরোধ

SHARE

গুঞ্জন উঠেছিল, চোটের কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালকে আর কেন্দ্রীয় চুক্তিতে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম যে বোর্ডের নতুন চুক্তিতে থাকছেন না তা অনেকটাই নিশ্চিত। তবে এটা বিসিবির সিদ্ধান্ত নয়, তামিম নিজে থেকেই থাকতে চাচ্ছেন না বিসিবির চুক্তির অধীনে।
চলতি মাসে শেষ হবে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের বর্তমান কেন্দ্রীয় চুক্তির মেয়াদ।
নতুন কেন্দ্রীয় চুক্তিতে না রাখার জন্য ইতোমধ্যেই বিসিবিকে অনুরোধ করেছেন তামিম। আজ রোববার (২৪ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
তিনি বলেন, ‘সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে এসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনা আছে। এর আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি এমনটা সে জানিয়েছে। সে চেয়েছে এখন না রাখতে, বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করবে। ‘
তামিম বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেই তার ক্যারিয়ারের ভবিষ্যত প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। জালাল বলেন, ‘তামিম আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, তামিম প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে, নির্বাচনের পরে। ‘
কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ নিয়ে জালাল বলেন, ‘নির্বাচকরা ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সাথে একটা মিটিং হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে আরকি। আশা করি যে ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করবো। তার আগে মাননীয় সভাপতির কাছে দিতে হবে। তিনি দেখবেন তারপর আমরা বোর্ডে রিলিজ করবো। ‘