Home জাতীয় ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৮

SHARE

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চার জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৬৯৭ জনের। এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮৮ জন।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১ জন ও ঢাকার বাইরের ১৪৭ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তিন লাখ ২০ হাজার ৪৬০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ ৯ হাজার ৮১৭ জন। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন দুই লাখ ১০ হাজার ৬৪৩ জন।
বর্তমানে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ৩৬০ এবং ঢাকার বাইরের ৭৪১ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৭ হাজার ৬৬২ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক লাখ আট হাজার ৪৮০ জন এবং ঢাকার বাইরের দুই লাখ ৯ হাজার ১৮২ জন।
ডেঙ্গু নিয়ে হাসপাতাল থেকে ছুটি পাওয়ার হার ৯৯ শতাংশ। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১০১ জন। ভর্তির হার শূন্য শতাংশ এবং মৃত্যুর হার শূন্য দশমিক পাঁচ শতাংশ।