Home আন্তর্জাতিক ইউক্রেনের ৩৬টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

ইউক্রেনের ৩৬টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

SHARE

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ক্রিমিয়ার উপর ইউক্রেনের আক্রমণ প্রতিহত করেছে এবং সংযুক্ত উপদ্বীপে ৩৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।
শুক্রবার প্রতিরক্ষা মন্ত্রনালয় টেলিগ্রামে এক বিবৃতিতে বলেছে, ‘রাশিয়ান ফেডারেশনের ভূখন্ডে লক্ষ্যব¯ু‘তে ড্রোন ব্যবহার করে ইউক্রেনের আক্রমণের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে বলেছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়ার উপর ৩৬টি ইউক্রেনীয় ড্রোন ‘ধ্বংস ও প্রতিহত’ করেছে। ক্রিমিয়া উপদ্বীপ রাশিয়া ২০১৪ সালে দখল করেছিল এবং কিয়েভ এটি পুনরুদ্ধারের অঙ্গীকার করেছে।
মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার পশ্চিম ক্রাসনোদর অঞ্চলে আরেকটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।
কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ বহরকে ঠেকানোর জন্য কিয়েভ যুদ্ধের সময় থেকে রাশিয়ান-নিয়ন্ত্রিত অঞ্চল ক্রিমিয়ার বৃহত্তম শহর সেভাস্টোপলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন।
ইউক্রেন বৃহস্পতিবার বলেছে, তারা বন্দর শহর সেভাস্টোপলের কাছে একটি রাশিয়ান কমান্ড পোস্টকে বিমান হামলার টার্গেট করেছে। এতে এক ব্যক্তি আহত হয়েছে।