Home খেলা গুলারের অভিষেক ম্যাচে সহজ জয় রিয়ালের

গুলারের অভিষেক ম্যাচে সহজ জয় রিয়ালের

SHARE

স্প্যানিশ ফুটবলের চতুর্থ সারির ক্লাব আরান্দিনা প্রথমার্ধের পুরোটা সময়জুড়ে আটকে রাখল রিয়াল মাদ্রিদকে। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরিয়ে আসে তারুণ্য নির্ভর রিয়াল। সেই তারুণ্যে ভর করেই কপাদ দেল রে’র তৃতীয় রাউন্ডে সহজ জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। তুর্কি ওয়ান্ডারবয় আর্দা গুলারের অভিষেক ম্যাচের দিন আরান্দিনাকে ৩-১ গোলে হারিয়ে রিয়াল।

আরান্দিনার মাঠ এল মন্তেচিলোতে পুরোটা সময়জুড়েই দেখা গেছে রিয়ালের দাপট। ৭৮ ভাগ সময় বল দখলে রেখে ১৫টি শট নেন রিয়াল ফুটবলাররা। তবে প্রথম গোলের জন্য অতিথিদের অপেক্ষা করতে হয় ৫৪ মিনিট পর্যন্ত। পেনাল্টি থেকে হোসেলু গোল করলে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্প্যানিশ জায়ান্টরা।

হোসেলু গোলখাতা খোলার পরের মিনিটেই আবারও গোল পেয়ে যায় রিয়াল। এবার স্কোরশিটে নাম তোলেন ব্রাহিম ডিয়াজ। ইনজুরি সময়ে আসে শেষ গোলটি। যোগ করা সময়ের প্রথম মিনিটে রদ্রিগো ব্যবধান করেন ৩-০। দুই মিনিট পর গোল করেন আরেক রিয়াল ফুটবলার। তবে এবার নিজেদের জালেই। নাচো আত্মঘাতী গোল করলে সান্ত্বনা নিয়েই মাঠ ছাড়ে আরান্দিনা।