Home বিনোদন সৌরভ গাঙ্গুলির বায়োপিকে আয়ুশমান খুরানা

সৌরভ গাঙ্গুলির বায়োপিকে আয়ুশমান খুরানা

SHARE

অনেকদিন ধরেই গুঞ্জন, বায়োপিক আসছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির। এবার জানা গেল, সেই চরিত্রে কে অভিনয় করবেন। ভার্সেটাইল অভিনেতা হিসেবে খ্যাত আয়ুশমান খুরানাকে সৌরভের চরিত্রে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া সিনেমাটির পরিচালক হিসেবে দেখা যাবে উড়ান, লুটেরা খ্যাত বিক্রমআদিত্য মোতয়ানেকে।
আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে, বলিউডের ভেতরের খবরের জন্য বিশ্বস্ত গণমাধ্যম পিপিংমুন।
সিনেমাটির সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, প্রযোজক লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ আয়ুশমান খুরানা এবং বিক্রমআদিত্য মোতয়ানে একসঙ্গে এনে ছয় মেরেছে। আয়ুশমান নিজেও বাঁহাতি ব্যাটার সৌরভের মতো, সুতরাং, এই চরিত্রে দারুণভাবে মানিয়ে যাবেন তিনি। মোতয়ানেও উড়ান, লুটেরা, বভেশ যোশী এবং জুবিলি দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। সিনেমাটির ঘোষণা খুব দ্রুতই আসছে।
গাঙ্গুলির বায়োপিকের রাইটস আগেই কিনে রেখেছিলেন লাভ ফিল্মসের লাভ রঞ্জন এবং অঙ্কুর গর্গ। এই প্রযোজনা সংস্থার ব্যানারেই নির্মিত হবে সিনেমাটি।
উল্লেখ্য, ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের একজন ধরা হয় সৌরভকে। বলা হয়ে থাকে, বর্তমান সময়ে ক্রিকেটে ভারতের এমন দাপটের গোড়াপত্তন করেছিলেন প্রিন্স অব ক্যালক্যাটা খ্যাত সৌরভই।