Home জাতীয় সাত দিনের মধ্যে ১০০ দিবসের পরিকল্পনা দিতে চাই : পরিবেশমন্ত্রী

সাত দিনের মধ্যে ১০০ দিবসের পরিকল্পনা দিতে চাই : পরিবেশমন্ত্রী

SHARE

আগামী সাত দিনের মধ্যে ১০০ দিবসের পরিকল্পনা দিতে চান বলে জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
আজ রোববার (১৪ জানুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহার পূরণ করব। ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি নিয়মিত মনিটরিং করা হবে। কাজের জন্য কোনো কাঠামো বদলের দরকার হলে সেটা করতে হবে। আমাদের কাজের সাথে যা দরকার সেটা করবো। আমরা চাই এটা যাতে এক নম্বর মন্ত্রণালয় হয়। আমার পক্ষ থেকে আইনের প্রতি শতভাগ স্বচ্ছতার সঙ্গে সিদ্ধান্ত নেব। মিডিয়ার সঙ্গে সমন্বয় করে কাজ করব।’
সাবের হোসেন চৌধুরী বলেন, সাত দিনের মধ্যে ১০০ দিবসের পরিকল্পনা দিতে চাই। এ ছাড়াও অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করব। বায়ুদূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। এখানে দুর্নীতি বা অনিয়ম আমরা প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।