Home জাতীয় প্রধানমন্ত্রীকে আরও বিদেশি নেতাদের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে আরও বিদেশি নেতাদের অভিনন্দন

SHARE

পঞ্চম ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন লন্ডনের হাউস অব কমন্স সভার দুই সদস্য, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল (সিইআইসি) ও যুক্তরাজ্যের লেবার পার্টির দুই সদস্য।
আলাদা বার্তায় তারা শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করেন এবং পারস্পরিক ও আন্তর্জাতিক স্বার্থে তার সঙ্গে কাজ করার ইচ্ছা পোষণ করেন।
বাংলাদেশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ জানিয়েছে, লন্ডনের সাউথ হল হাউস অব কমন্সের ইলিং-এর পার্লামেন্ট সদস্য এবং ভাইস চেয়ারম্যান বীরেন্দ্র শর্মা ১২ জানুয়ারি শেখ হাসিনাকে পাঠানো এক চিঠিতে লিখেছেন, ‘নির্বাচনে জয়ী হওয়ায় আমি আপনাকে লিখিতভাবে অভিনন্দন জানাতে চাই। আপনার নেতৃত্বে বাংলাদেশ যে অগ্রগতি অর্জন করেছে এবং অনেকের কাছে আপনি যে সম্মান পেয়েছেন নির্বাচনে আপনার জয়লাভ তারই প্রমাণ।’
লন্ডনের হাউস অব কমন্সের পিটারবোরোর সংসদ সদস্য পল ব্রিস্টো শেখ হাসিনাকে লেখা আরেক চিঠিতে বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী হিসেবে আপনার অবিশ্বাস্য রেকর্ড এবং বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নারী সরকারপ্রধান হওয়ায় আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই। এটা স্পষ্ট যে, প্রধানমন্ত্রী হিসেবে আপনার নেতৃত্বে সরকার বাংলাদেশের জন্য ফলাফল বয়ে আনছে এবং জনগণের জীবনযাত্রার মানের উন্নতি হচ্ছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা অপর এক চিঠিতে কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান লর্ড মারল্যান্ড অব ওডস্টক বলেছেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাধারণ নির্বাচনে আপনার সাম্প্রতিক বিজয়ের জন্য আমাদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আপনার নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের যে বিশ্বাস ও আস্থা রয়েছে আপনার পুনর্নির্বাচন তারই প্রমাণ।’

১২ জানুয়ারি শেখ হাসিনাকে যুক্তরাজ্যের লেবার পার্টি ফ্রেন্ডস অব বাংলাদেশের চিঠিতে হাওয়ার্ড দাবার চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক সৈয়দ বাশার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় আমরা আপনাকে অভিনন্দন জানাই। আমরা আগামী বছরগুলোতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে এবং যুক্তরাজ্যের সিনিয়র সংসদ সদস্যদের নিজেদের অভিজ্ঞতা অর্জনের জন্য আরও বেশি করে বাংলাদেশ সফরের ব্যবস্থা করতে অপেক্ষায় আছি।