Home খেলা রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করলেন এডার

রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করলেন এডার

SHARE

ব্রাজিল ডিফেন্ডার এডার মিলিটাও রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সাল পর্যন্ত মিলিটাও সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন, স্প্যানিশ জায়ান্ট ক্লাব সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
২৬ বছর বয়সী মিলিটাও ২০১৯ সালে পোর্তো থেকে রিয়ালে এসেছিলেন। এবারের মৌসুমে হাঁটুর ইনজুরির কারণে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছেন।
মাদ্রিদের হয়ে মিলিটাও একটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগা শিরোপা জয় করেছেন।
গত মাসে মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। নতুন চুক্তি অনুযায়ী আনচেলত্তি ২০২৬ সাল পর্যন্ত মাদ্রিদে থাকছেন। এর মাধ্যমে ব্রাজিল জাতীয় দলে তার যোগদানের আলোচনা শেষ হয়ে গেছে।