Home খেলা সুপার সিক্স নিশ্চিতের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সুপার সিক্স নিশ্চিতের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

SHARE

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা ঘরে তলার মিশনে নেমেছে বাংলাদেশ। তবে এ টুর্নামেন্টে লাল-সবুজের দলের সূচনাটা ভালো হয়নি, প্রথম ম্যাচেই হেরে যায় ভারতের কাছে। এরপর অবশ্য আয়ারল্যান্ডজকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। আর সুপার সিক্স নিশ্চিতের লক্ষ্যে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে মাহফুজুর রহমান রাব্বির দল।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় জুনিয়র টাইগাররা। ভারতের কাছে বাজেভাবে হেরে যায় শিবলিরা। তবে এরপর আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়েই ঘুরে দাড়ায় রাব্বির দল। আয়ারল্যান্ডের বিপক্ষে জিতে জিইয়ে রাখে সুপার সিক্সের আশা।

আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারাতে পারলেই সুপার সিক্স নিশ্চিত হবে টাইগারদের। তবে শেষ পর্যন্ত জয় না পেলেও পরের পর্বে খেলার সুযোগ থাকবে লাল-সবুজের দলের। তবে সে ক্ষেত্রে মিলতে হবে নানান সমীকরণ।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ
আশিকুর রহমান শিবলী, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মো. রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, মো. শিহাব জেমস, মাহফুজুর রহমান (অধিনায়ক), শেখ পাভেজ জীবন, মোঃ রাফি উজ্জামান রাফি, মো. ইকবাল হাসান ইমন, মারুফ মৃধা।
যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৯ একাদশ
প্রণব চেট্টিপালায়ম, ভব্য মেহতা, সিদ্ধার্থ কাপা, ঋষি রমেশ (অধিনায়ক), উৎকর্ষ শ্রীবাস্তব, অমোঘ আরেপলি, পার্থ প্যাটেল, খুশ ভালালা, অরিন নাদকার্নি, অতেন্দ্র সুব্রামানিয়ান ও আর্য গর্গ।