Home জাতীয় মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে

মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন নিয়ন্ত্রণে

SHARE

ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের ঝিলপাড় বস্তির আগুন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে সোমবার বেলা ১২টা ৫৭ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ঢাকা মেইলকে জানিয়েছিলেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা।

তিনি বলেন, ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের খবরে আমাদের চার ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও দুটি ইউনিটকে ঝিলপাড় বস্তিতে পাঠানো হয়। পরে তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি দল যুক্ত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়।

তবে আগুনের ভয়াবহতা বেড়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের ইউনিট সংখ্যাও বাড়ানো হয়। পরে ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির কারণ সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি তিনি।