Home আইন আদালত রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৪২ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ৪২ সদস্য গ্রেপ্তার

SHARE

রাজধানীতে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির এডিসি জুনায়েদ আলম।

তিনি জানান, কয়েক দিন থেকে কিশোর গ্যাংয়ের সদস্যদের ধরার অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় ডিবির বিভিন্ন টিম অভিযান চালায়। বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ৪২ জনকে গ্রেপ্তার হয়েছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিস্তারিত জানাবেন।