Home আন্তর্জাতিক ৯২ বছরে পঞ্চম বিয়ে করতে চলেছেন মিডিয়া মুগল মারডক

৯২ বছরে পঞ্চম বিয়ে করতে চলেছেন মিডিয়া মুগল মারডক

SHARE

আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিডিয়া মোগল ও ধনকুবের রুপার্ট মারডক। এ নিয়ে পঞ্চমবারের মতো বিয়ে করতে যাচ্ছেন তিনি। বিয়ে সামনে রেখে ৯২ বছরের মারডক সেরেছেন বাগদান, পাত্রীর নাম এলেনা জুকোভা। ৬৭ বছর বয়সী এই নারী একজন অবসরপ্রাপ্ত রাশিয়ান আণবিক জীববিজ্ঞানী।

আজ শুক্রবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, মিডিয়া টাইকুন রুপার্ট মারডক তার বান্ধবীর সঙ্গে বাগদান করেছেন বলে তার দল নিশ্চিত করেছে। ৯২ বছর বয়সী এই ধনকুবের তার রাশিয়ান বান্ধবী এলেনা জুকোভার সঙ্গে কয়েক মাস ধরে ডেটিং করছেন বলে জানা গেছে।

বিবিসি বলছে, বাগদানের পর বিয়ের অনুষ্ঠানটি চলতি বছর ক্যালিফোর্নিয়ায় মারডকের মোরাগা ভিনেয়ার্ড অ্যান্ড এস্টেটে অনুষ্ঠিত হতে পারে। সবশেষ বাগদানটি মারডকের ষষ্ঠ বাগদান হলেও বিয়েটি হবে মারডকের পঞ্চম বিয়ে।

রুপার্ট মারডক গত বছর ফক্স অ্যান্ড নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসই প্রথম তার বাগদানের এই খবরটি সামনে আনে। প্রভাবশালী এই সংবাদমাধ্যমটির মতে, চলতি বছরের জুনে মারডকের এই বিবাহ হবে বলে নির্ধারিত হয়েছে এবং আমন্ত্রণপত্রগুলো ইতোমধ্যেই পাঠানো হয়েছে।