Home অর্থ-বাণিজ্য প্রধানমন্ত্রী দেশকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন : অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী দেশকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন : অর্থমন্ত্রী

SHARE

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেন, আমাদের প্রিয়নেত্রী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছে। এতে আপনারাও শামিল থাকুন। শেখ হাসিনার আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার কাজে আপনারাও যোগদান করুন।

গতকাল ৮ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ঐতিহ্যবাহী রানীরবন্দরের ইছামতি ডিগ্রি কলেজে নতুন চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। এসময় তিনি আরো বলেন, এ কলেজে লেখাপড়ার মান অনেক ভালো। লেখাপড়া আরো ভালো হোক। আপনাদের ছেলেমেয়েরা আরো ভালো করুক। ভালোর তো শেষ নেই। আপনারা অনেক পথ পাড়ি দিয়ে এসেছেন। আপনাদের এ কলেজে সংযোজন হচ্ছে নতুন একাডেমিক ভবন। আপনাদের চলার পথ সুগম হোক, চলার পথ সাফল্যে ভরে উঠুক।

এ সময় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার সাহা, সম্পাদক আব্দুল আলিম সরকার, খানসামা উপজেলা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাসনাত খান, কলেজের অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।