Home খেলা টাইব্রেকার নাটকীয়তায় পোর্তোকে হারিয়ে কোয়ার্টারে আর্সেনাল

টাইব্রেকার নাটকীয়তায় পোর্তোকে হারিয়ে কোয়ার্টারে আর্সেনাল

SHARE

ম্যাচের ৯০ মিনিট শেষে ১-০ তে এগিয়ে আর্সেনাল। কিন্তু দুই লেগ মিলিয়ে ১-১ সমতা। পোর্তোর বিপক্ষে তাদের মাঠে প্রথম লেগটা আর্সেনাল হেরেছিলো ১-০ গোলে।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগ তাই গড়িয়েছে টাইব্রেকারে। সেই রোমাঞ্চের ফলাফল আসলো ৪-২ গোলে। পোর্তোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল।

টাইব্রেকারে আর্সেনালে জয়ের নায়ক তাদের গোলকিপার ডেভিড রায়া। ২৮ বছর বয়সী এই গোলকিপার ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছে আর্সেনালকে।

পোর্তোর মাঠ থেকে ১-০ গোলে পিছিয়ে আসা আর্সেনাল এমিরেটসে ব্যবধান ঘুচিয়ে ফেলে ম্যাচের ৪১ মিনিটেই। প্রথম গোলটি আসে লিয়ান্দ্রো ত্রোসার থেকে। কিন্তু ওটাই শেষ। ম্যাচে এরপর আর কোনো দলই গোল করতে পারেনি। অতিরিক্ত সময়েও কোনো গোল হয়নি। খেলা খুব একটা জমজমাট না হলেও টাইব্রেকার রোমাঞ্চ পুষিয়ে দিয়েছে সব।

স্পট কিকে আর্সেনালের হয়ে শট নেওয়া চারজনই বল পাঠিয়েছেন পোর্তোর জালে। এদিকে পোর্তোর ভেনডেল এবং গ্যালেনার শট ঠেকিয়েছেন আর্সেনাল গোলকিপার রায়া।