Home বিনোদন আমির খানের জন্মদিন আজ, বিশেষ দিনে পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ

আমির খানের জন্মদিন আজ, বিশেষ দিনে পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ

SHARE

বলিউড অভিনেতা আমির খানের জন্মদিন আজ বৃহস্পতিবার। জন্মদিনে মুম্বাইতে রয়েছেন আমির। ৫৯তম জন্মদিনে প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে পাশে নিয়েই কেক কাটলেন অভিনেতা।

এদিন সকালে কেক কাটার পর কিরণকে আদর করে এক টুকরো কেকও খাইয়ে দেন আমির।

কিরণও তার পর আমিরকে কেক খাইয়ে দেন।

অভিনেতার পরনে ছিল কালো টি-শার্ট ও নীল জিন্‌স। এ ছাড়াও কেক কাটার সময় আমিরের পাশে ছিল কিরণ পরিচালিত সাম্প্রতিক ছবি ‘লাপতা লেডিজ’ টিমের সদস্যরা।

প্রাক্তন স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পরে ২০০৫ সালে কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে হঠাৎই বিচ্ছেদ। যদিও একসঙ্গে কাজ করেন তারা।