Home আন্তর্জাতিক রমজানে গাজাবাসী অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে

রমজানে গাজাবাসী অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে

SHARE

গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা দরকার, রমজানে তারা অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রামাদান।

তিনি বলেন, ‘ফিলিস্তিনকে সবচেয়ে বেশি সমর্থন করা দেশগুলোর একটি বাংলাদেশ। গাজা যুদ্ধ ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আমার আলোচনা হয়েছে। বাংলাদেশের কাছে সহায়তা চেয়ে আমি অনুরোধ করেছি। পররাষ্ট্রমন্ত্রী সেই অনুরোধ গ্রহণ করেছেন। তারা এ বিষয়টি নিয়ে কাজ করছেন।’

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ‘ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মাধ্যমে সমন্বিত চেষ্টায় গাজা যুদ্ধের অবসান ঘটবে বলে আমি মনে করি। এখন গাজাবাসীর জন্য জরুরি মানবিক সহায়তা দরকার। রমজানের মধ্যে তারা অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। কাজেই আরব বিশ্বসহ মুসলিম দেশগুলোর কাজ হচ্ছে ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসা।’

এসময় আবেগাপ্লুত কণ্ঠে ইউসুফ এসওয়াই রামাদান বলেন, ‘ফিলিস্তিনিরা বিশ্বাস করেন আল্লাহ তাদের পাশে আছেন। আল্লাহর ওপর আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে।’

কিছু মুসলিম দেশ ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘আপনারা জানেন, আমাদের শত্রু খুবই শক্তিশালী। তারা বৈশ্বিক অর্থনীতি ও সংবাদমাধ্যমের নিয়ন্ত্রণ করছে। কিন্তু আমাদেরও শক্তি আছে। আমাদের শক্তি হচ্ছে বিশ্বের মুসলমানরা। আপনারা ফিলিস্তিনিদের পরিত্যাগ করবেন না। তারা আপনাদের ভাই ও বোন। আশা করি, বিশ্বের সব শান্তিপ্রিয় মানুষ ফিলিস্তিনিদের পাশে রয়েছে।’