Home অর্থ-বাণিজ্য আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ

আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ

SHARE

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকুর) মাধ্যমে আমদানি বিল পরিশোধের পর আবারও ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত বুধবার বাংলাদেশের রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট ম্যানুয়ালের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬ মার্চ পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ ছিল ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে ১ দশমিক ২৯ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গত বুধবার বাংলাদেশের রিজার্ভ ১৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে নেমে আসে।

এর আগে এ বছরের ১৪ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা- এ আটটি দেশের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেনের অর্থ পরিশোধের চুক্তি হলো আকু।