Home খেলা শ্রীলঙ্কাকে ২৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো টাইগাররা

শ্রীলঙ্কাকে ২৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো টাইগাররা

SHARE

বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

বাংলাদেশের জন্য শুরুটা মোটেও ভালো হয়নি। গত ম্যাচের মতোই রানের খাতা খুলতেই পারেনি লিটন দাশ।

৩ বল খেলে ০ রান করে লিটনকে সাজঘরে ফেরান দিলশান মাধুশাঙ্কা। এরপর শান্তর সাথে তৌহিদ হৃদয় জুটি করেন। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শান্ত ৩৯ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন। দলীয় স্কোর ১৩০ রানে পৌঁছালে সৌম্য সরকার আউট হন। তিনি ৬৬ বলে ৬৮ রানের একটি ইনিংস খেলেন।

এরপর ২ বলে ০ রান করে মাহমুদুল্লাহ আউট হন। তখনও দলীয় স্কোর ১৩০। এরপর তৌহিদ হৃদয়ের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে টাইগাররা। একটুর জন্য সেঞ্চুরি মিস করা হৃদয় করেন ১০২ বলে ৯৬ রান।

শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। দুইটি উইকেট শিকার করেন দিলশান মাধুশাঙ্কা। একটি উইকেট নেন প্রমোদ মাদুশান।

এই ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা।