Home জাতীয় শ্রীমঙ্গলে ‘পলিশেড হাউজ’ উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

শ্রীমঙ্গলে ‘পলিশেড হাউজ’ উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

SHARE

শ্রীমঙ্গলে ‘পলিশেড হাউজ’ শুভ উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামে রবিবার বিকেল ৩টায় কৃষিমন্ত্রী এই পলিশেড হাউজের শুভ উদ্বোধন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, আশীদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন (জহর), উপজেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক উস্মে ফারজানা প্রমুখ।