Home জাতীয় রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে ভানুয়াতুর জাহাজ মোংলায়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে ভানুয়াতুর জাহাজ মোংলায়

SHARE

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ভানুয়াতুর পতাকাবাহী জাহাজ ‘এমভি আনকা সান’। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি আজ বুধবার (২০ মার্চ) সকাল ৯টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।

ভানুয়াতুর পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স কনভেয়ার শিপিংয়ের কর্মকর্তা সাধন কুমার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এই জাহাজে ৭১০ প্যাকেজের ১০২২ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে। কাস্টম ক্লিয়ারিংসহ সব নিয়মকানুন শেষে দুপুরের পর থেকে মালামাল খালাস শুরু হয়েছে। এরপর খালাসকৃত মালামাল সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে।