Home বিনোদন প্রথমবার বাবা হচ্ছেন রণবীর, নিতে পারেন পিতৃত্বকালীন ছুটি

প্রথমবার বাবা হচ্ছেন রণবীর, নিতে পারেন পিতৃত্বকালীন ছুটি

SHARE

বাবা-মা হতে চলেছেন বলিউড দম্পতি রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোন। সম্প্রতি তারা এমনটাই জানিয়েছেন যে সেপ্টেম্বরে মা হচ্ছেন দীপিকা। এ উপলক্ষে হবু বাবা রণবীর পিতৃত্বকালীন ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জুমের এক রিপোর্ট এ তথ্য নিশ্চিত করেছে।

জুমকে এক সূত্র জানিয়েছে, ‘দীপিকা ইতিমধ্যে নিজের ডেটগুলি সাজিয়ে নিয়েছেন। অনেক কিছু থেকে নিজেকে বিরত রেখেছেন অভিনেত্রী। দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নেওয়ার প্রস্তুতি নিয়েছেন। রণবীরেরও ফ্লোরে যাওয়ার মতো অন্য কোনও কাজ নেই। অভিনেতা সিদ্ধান্ত নিয়েছেন ডন ৩, শক্তিমান এবং আদিত্য ধরের অ্য়াকশন ছবি বাদে এ বছর আর কিছু হাতে রাখতে চাইছেন না তিনি। আগামী বছরই এগুলির শ্যুটিং শুরু হবে। দীপিকা এবং সন্তানের সঙ্গে সময় কাটাতে চান রণবীর’।

প্রসঙ্গত, ২৯ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সুখবর দিলেন বলিউডের নায়িকা। ঘোষণা করেন, তিনি এবং স্বামী রণবীর সিং তাঁদের প্রথম সন্তানের অপেক্ষা করছেন। কেবল অন্তঃসত্ত্বা হওয়ার খবর নয়, সন্তানের জন্ম দেওয়ার সম্ভাব্য সময়ের কথাও জানিয়ে দিয়েছিলেন স্পষ্ট।